রোহিঙ্গাদের পাশে ফেরদৌস

পপুলার২৪নিউজ ডেস্ক:
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে ২২ সেপ্টেম্বর ইউনিসেফের সহযোগিতায় সময় কাটিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। বিশেষ করে বাবা-মা হারানো রোহিঙ্গা শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। এদিন কক্সবাজারের কুতুপালংয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় শিশুদের সঙ্গে গল্প করার পাশাপাশি খেলাধুলা, গান ও আড্ডায় অংশ নেন তিনি।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘কক্সবাজারে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ছিলাম। ওখান থেকে রোহিঙ্গা ক্যাম্প কাছেই ছিল। ইউনিসেফের সহযোগিতায় সেখানে তাদের দেখতে যাই। যাদের সঙ্গে সময় কেটেছে আমার সেসব শিশুর বেশিরভাগেরই বাবা-মা মারা গেছেন। তাই এসব শিশুর মাঝে থেকে তাদের একটু আনন্দ দিতে চেয়েছি।’

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে চার লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে নিখোঁজের তিন দিন পর টেইলাস মালিকের লাশ উদ্ধার