পপুলার২৪নিউজ ডেস্ক :
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেখতে আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল।
রবিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিনজ।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে মানবিক ভূমিকা পালন করেছে, তা সারাবিশ্বের জন্য অনুকরণীয়। জার্মানি সব সময়ই বাংলাদেশের সঙ্গে আছে।
পায়রা ১৩২০ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্লান্ট প্রকল্প সংলগ্ন এলাকায় ৩৬০০ মেগাওয়াট এলএনজি টু পাওয়ার প্রকল্প বাস্তবায়নে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং সিমেন্স জার্মানির মধ্যে চুক্তি স্বাক্ষর করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।