পপুলার২৪নিউজ ডেস্ক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনে নিহত হওয়া রোহিঙ্গাদের জন্য দোয়া অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানানোয় আসামে বিজেপির এক নেত্রীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
বিজেপি নেত্রী বেনজির আরফানকে বহিষ্কারের পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য দল থেকে নোটিশ দেয়া হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড মাইনরিটি পিপলস ফোরাম মিয়ানমারে নিহত রোহিঙ্গাদের জন্য শনিবার স্থানীয় ফ্যান্সি বাজারে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারতীয় জনতা মজদুর মোর্চার কার্যনির্বাহী কমিটির সদস্য বেনজির অনুষ্ঠানে সবাইকে যোগ দেওয়ার জন্য দলের ফেসবুক পেজে আহ্বান জানান।
এ কারণে আসাম প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া বেনজিরকে সাসপেন্ড করে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন।
নোটিশে বলা হয়, দলের সঙ্গে কোনো আলোচনা না করে, দলের নীতি-আদর্শের তোয়াক্কা না করে, মিয়ানমারের ঘটনা নিয়ে অন্য সংগঠনের হয়ে কর্মসূচির কথা এভাবে পোস্ট করে নিময় ভেঙেছেন বেনজির।