রোহিঙ্গাদের আশ্রয় দেয়া সাংবিধানিক দায়িত্ব: বিএনপি

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

মিয়ানমারে রাখাইন রাজ্য থেকে হত্যা-নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশ সরকারের সাংবিধানিক দায়িত্ব।

এমন দাবি করে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়,খাদ্য, নিরাপত্তা ও চিকিৎসা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

শুক্রবার রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধন পালিত হয়।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সংবিধান মানবতার পক্ষে ও নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানোর কথা বলা আছে। তাই মানবিক কারণে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয় দেয়া ও সাহায্য করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।

রোহিঙ্গা সঙ্কট সমাধান করে তাদের নিজ দেশে ফেরত নিতে আন্তর্জাতিক মহলের মাধ্যমে মিয়ানমার সরকারকে বাধ্য করতে কূটনৈতিক উপায়ে চেষ্টা চালাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমিকাকে ভিডিও কল করে আত্মহত্যা প্রেমিকের!
পরবর্তী নিবন্ধচীন-পাকিস্তানের সঙ্গে একযোগে যুদ্ধে প্রস্তুত ভারত