অবিশ্বাস্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। আরও একবার আলো ছড়ালেন সিআর সেভেন। তার জাদুকরী টাচে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পথে এগিয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
মঙ্গলবার রাতে জুভেন্টাসের মাঠ তুরিনে আতিথ্য নেয় রিয়াল। শুরুতেই এগিয়ে যায় দলটি। ৩ মিনিটে ইসকোর পারফেক্ট ক্রস থেকে গোল করে দলকে লিড এনে দেন রোনাল্ডো। এ নিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপসেরা টুর্নামেন্টে টানা ১০ ম্যাচে গোল করার কৃতিত্ব গড়লেন তিনি।
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে পরক্ষণেই মরিয়া আক্রমণ চালায় জুভেন্টাস। ৭ মিনিটে গোল শোধ করার সুযোগও পাb তুরিনের ওল্ড লেডিরা। তবে চমৎকার স্লাইডিং ট্যাকলে পাওলো দিবালার প্রচেষ্টা ভেস্তে দেন সার্জিও রামোস।
২২ মিনিটের সমতায় ফেরার ফের সুযোগ পান স্বাগতিকরা। তবে ব্যর্থতার বৃত্তেই থাকতে হয়েছে তাদের। গোলমুখের খুব কাছ থেকে নেয়া গঞ্জালো হিগুয়েইনের হেড ফিরিয়ে দেন কাইলর নাভাস।
প্রথমার্ধে ইতালি চ্যাম্পিয়নদের হয়ে রোবটের মতো চেষ্টা করেছেন দিবালা। তবে প্রতিপক্ষের জালে বল জড়াতে বারবারই খেই হারিয়েছেন তিনি। ৩৫ মিনিটে দে শিলিওর ক্রসে টাচ দিতে পারেননি আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।
পাল্টা আক্রমণে সুযোগ পায় রিয়ালও। তবে ৩৮ মিনিটে টনি ক্রুসের বুলেটগতির শট ক্রসবারে লেগে ফিরে আসে। উল্টো ৪৫ মিনিটে অযাচিত ডাইভ দেয়ার খেসারত গুনে হলুদ কার্ড দেখেন দিবালা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় রিয়াল। ৫১ মিনিটে অল্পের জন্য লক্ষ্যভেদ করতে পারেনি রোনাল্ডোর শট। ৪ মিনিট পর দিবালাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন রামোস। ঘরের মাঠে দ্বিতীয় লেগে খেলা হবে না এ রক্ষণসেনার।
ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত মুহুর্মুহু আক্রমণের পসরা সাজায় জুভেন্টাস। কিন্তু খেলার স্রোতের বিপরীতে ৬৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল। দুর্দান্ত বাইসাইকেল কিকে বল জালে পাঠান রোনাল্ডো। তার অবিশ্বাস্য গোল দেখে মাথায় হাত দেন কোচ জিদান। হতাশায় নুয়ে পড়েন বুফন।
এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের পক্ষে ৩৯ গোল করলেন পর্তুগিজ যুবরাজ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে যা সর্বোচ্চ।
পরক্ষণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দিবালা। এতে পরে হতাশায় মুষড়ে পড়ে জুভেন্টাস। এ সুযোগ কাজে লাগিয়ে ৭২ মিনিটে প্রতিপক্ষ শিবিরে শেষ পেরেক ঠুকেন মার্সেলো। এ গোলটিও বানিয়ে দেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
বাকি সময়ে কেউ গোল করতে না পারায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোজরা।
গত মৌসুমে ফাইনালি লড়াইয়ে জুভেন্টাসের বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল রিয়াল। ওই ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। ঘরের মাঠেও তাকে রুখতে পারল না জুভেন্টাস। প্রতিশোধ নেয়া হল না।
দ্বিতীয় লেগে আগামী বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেবে ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রির দল।