রেমিটেন্স পাঠাতে উৎসাহ দিতে ৩ শতাংশ প্রণোদনা দিচ্ছি : অগ্রণী ব্যাংক এমডি

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ-উল আজহা সামনে রেখে বিশ্বজুড়ে চলছে করোনার মহামারী প্রকোপ। এর মধ্যে দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিরা বেশি টাকা পাঠানো শুরু করেছেন। এরই মধ্যে প্রবাসীদের জন্য রেমিটেন্সের ওপর বিশেষ প্রণোদনা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। বৈধপথে রেমিটেন্স পাঠালে সরকারের পক্ষ থেকে নগদ ২ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে। পাশাপাশি অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে অতিরিক্ত ১ শতাংশসহ গ্রাহকদের অ্যাকাউন্টে মিলছে ৩ শতাংশ প্রণোদনা।
এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস-উল ইসলাম বলেন, রেমিটেন্স বাড়াতে সরকার কে রেমিটেন্সের ওপর ২ শতাংশ প্রণোদনা দিয়ে যাচ্ছে পাশাপশি আমরা ১ শতাংশ অতিরিক্ত দিয়ে মোট তিন শতাংশ প্রণোদনা দিচ্ছি। তিনি জানান, ঈদে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে আরও বেশি উৎসাহী করতে সরকারের প্রণোদনার পাশাপাশি অগ্রণী ব্যাংক রেমিটেন্সের ওপর এক শতাংশ বেশি প্রণোদনা দিচ্ছে। অর্থাৎ কোনো প্রবাসী অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে বা হিসাবে রেমিটেন্স পাঠালে সরকারের ঘোষিত ২ শতাংশের প্রণোদনার সঙ্গে ব্যাংক থেকে আরো এক শতাংশ প্রণোদনা দেওয়া হবে। ব্যাংক হিসাবে রেমিটেন্স প্রবাহ বাড়াতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।
এর আগেও ঈদে প্রবাসীদের এ অফার দেওয়া হয়েছিল। এবারও দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রেমিটেন্সের এ অফার চলবে বলেও জানান তিনি।
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি জুন মাসে ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। আর চলতি অর্থবছরে (২৮ জুন পর্যন্ত) রেমিটেন্স এসেছে ২ হাজার ৪৫৮ কোটি ৯০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৯ হাজার কোটি টাকার বেশি)। এর আগে কোনো অর্থবছরে এত পরিমাণ রেমিটেন্স আসেনি বাংলাদেশে।
প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। সবশেষ গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার বা প্রায় চার হাজার ৬০৮ কোটি ডলার; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন লাখ ৯১ হাজার ৬৯৭ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে মজুদ এ বৈদেশিক মুদ্রা দিয়ে সাড়ে ১১ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত ২৫
পরবর্তী নিবন্ধদেশে আক্রান্তদের ৭৮ শতাংশে ভারতীয় ধরন