রেমিটেন্স অ্যাওয়ার্ড পেল এনসিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

রেমিটেন্স সেবায় বিশেষ অবদানের জন্য সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশী কর্তৃক “রেমিটেন্স অ্যাওয়ার্ড – ২০২২” লাভ করেছে এনসিসি ব্যাংক লিঃ। (০৫ ফেব্রুয়ারি) শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে “ ব্রান্ডিং বাংলাদেশ” শীর্ষক “ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠানে এনসিসি ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ ও মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান এবং সেন্টার ফর এনআরবি এর চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, দ্রুত ও সহজতম উপায়ে দেশে বসবাসরত পরিবারবর্গদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এনসিসি ব্যাংক লিঃ এর ১২৫টি শাখা ও ০৬টি উপশাখার পাশাপাশি এর সহযোগী প্রতিষ্ঠান ও সাব-এজেন্টের প্রায় ৫,০০০ টি আউটলেট থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে রেমিটেন্স সেবা প্রদান করে আসছে।

 

পূর্ববর্তী নিবন্ধপিঠ আর সম্পদ বাঁচাতে আসা নেতাদের আওয়ামী লীগে দরকার নেই
পরবর্তী নিবন্ধঅসন্তোষ যেন না হয়, তা বিবেচনায় গ্যাসের দাম বাড়ানোর কাজ চলছে : নসরুল হামিদ