রেকর্ড দামে ক্লাব বদল করেছেন যে সব ফুটবলার

পপুলার২৪নিউজ ডেস্ক:
রেকর্ড দামে ক্লাব বদল করেছেন যে সব ফুটবলার

স্প্যানিশ, ইংলিশ কিংবা ইতালিয়ান ক্লাবগুলো নিয়ে আমাদের দেশের মানুষের আগ্রহের শেষ নেই। কারণ অবশ্যই নিজেদের দেশের ফুটবল তলানিতে তাই।

রাত জেগে ক্লাব ফুটবল দেখা বাংলাদেশে এখন নৈমত্তিক ঘটনা। মাঠে একের পর এক যেমন ম্যাচ গড়াচ্ছে তেমনি এক ক্লাবের ফুটবলারকে অন্য ক্লাবে টানার লড়াই চলে আসছে প্রতিনিয়ত। ক্লাব পরিবর্তন মানেই টাকার অংক তরতর করে বেড়ে যাওয়া।  জেনে নিন দামের রেকর্ড গড়ে ক্লাব বদল করেছেন যে ফুটবলাররা:পল পগবা
ট্রান্সফার অ্যামাউন্ট: সাড়ে ১০ কোটি ইউরো
মিডফিল্ডার হিসেবে তার কদাম আকাশছোঁয়া। ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসের হয়ে খেলা শুরুর কিছুদিনের মধ্যেই নিজের জাত চিনিয়েছিলেন এই ফুটবলার। ফলে অন্যান্য ক্লাবের নজরে পড়তে সময় লাগেনি। ২০১৬ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পগবাকে কিনতে চায় রেকর্ড দাম প্রায় সাড়ে ১০ কোটি ইউরোর বিনিময়ে। বিশ্ব ফুটবলের ইতিহাসে যা কিনা সর্বকালের রেকর্ডও বটে। তবে পগবার এই ক্লাব বদল নিয়ে ঝামেলাও কম হয়নি। ইতালির ফুটবলপ্রেমীদের একাংশের অভিযোগ ছিল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নাকি জুভেন্তাসকে শক্তিহীন করতেই রেকর্ড দামে পগবাকে কিনে নিচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত ম্যাঞ্চেস্টারের প্রস্তাবে রাজি হয়েছিলেন পল।

ক্রিস্তিয়ানো রোনালদো
ট্রান্সফার অ্যামাউন্ট: ৯ কোটি ৪০ লক্ষ ইউরো
তিনি যে জাত খেলোয়াড়, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই! ২০০৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে ৯৮ মিলিয়ন ইউরো ব্যয় করে এই পর্তুগিজ তারকাকে কিনেছিল রিয়াল মাদ্রিদ। সেই সময়ে যা ছিল রেকর্ড দাম। রিয়ালে পা রাখার পর থেকে রোনালদো ক্লাবকে যা দিয়েছেন, তা সম্ভবত অন্য কোনো খেলোয়াড় দিতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ইউসিএল- একের পর এক কাপ শিরোপা ঘরে তুলেছে রিয়েল মাদ্রিদ।

গ্যারেথ বেল
ট্রান্সফার অ্যামাউন্ট: ১০ কোটি ৮০ লক্ষ ইউরো
২০০৯ সালে ক্রিস্তিয়ানো রোনালদোকে কেনার পর থেকে এত বড় অংকের টাকা ব্যয় করে আর কোনো খেলোয়াড়কে কিনতে যায়নি রিয়েল মাদ্রিদ। কিন্তু প্রায় ১০ কোটি ইউরো ব্যয় করে গ্যারেথকে নিজেদের শিবিরে টেনে নেয় রিয়েল। ২০১৩ সালে গ্যারেথের বদলি নিয়ে তার আগের ক্লাব টটেনহ্যামের আপত্তি ছিল। কিন্তু রিয়েলের বিপুল চাপের মুখে শেষ পর্যন্ত হার মেনে নেয় টটেনহ্যাম। নতুন ক্লাবে নিজেকে উজাড় করে দিয়েছিলেন গ্যারেথ।

নেইমার
ট্রান্সফার অ্যামাউন্ট: আট কোটি ৬০ লক্ষ ইউরো (আনুমানিক)
আট কোটি ৬০ লক্ষ মিলিয়ন ইউরো খরচ করে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে কেনা উচিত হবে কি না তা নিয়ে সংশয় ছিল বার্সেলোনার ভেতরে। ক্লাবের অনেক প্রতিনিধিরই বক্তব্য ছিল, এত দাম দিয়ে নেইমারকে কেনা অর্থহীন! যাই হোক, শেষ অবধি স্যান্টোসের জার্সি ছেড়ে বার্সেলোনার জার্সি গায়ে চড়ান নেইমার। প্রতিদানও দিয়েছেন মাঠে।

লুইস সুয়ারেস
ট্রান্সফার অ্যামাউন্ট: ৮ কোটি ১০ লক্ষ ইউরো (আনুমানিক)

ব্রাজিল বিশ্বকাপের একটি ম্যাচ চলাকালীন জর্জে কিয়েল্লিনির শরীরে কামড় বসিয়েছিলেন এই ফুটবলার। সুয়ারেসকে দলে নেওয়ার ইচ্ছে থাকলেও, তার উপর নিষেধাজ্ঞার কারণে রণে ভঙ্গ দেয় ইউরোপের অনেক ক্লাব। তবে বার্সেলোনার প্রথম পছন্দ ছিলেন সুয়ারেস। ৮ কোটি ১০ লক্ষ ইউরো ব্যয় করে লিভারপুল থেকে সুয়ারেসকে কিনে নেয় বার্সা।

পূর্ববর্তী নিবন্ধশিশু খাদিজাকেও বাঁচানো গেল না!
পরবর্তী নিবন্ধমৃধার বিরুদ্ধে আরও ৫ অভিযোগপত্র