নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংকে প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর ৫০ বছর পূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। ১লা ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদ্যাপন শেষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের বার্ষিক কর্মপরিকল্পনা কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সকল কর্মকর্তা ও নির্বাহীদের সামনে উক্ত কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর। অন্যান্যদের মধ্যে মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাছনাইন মইন, মইন উদ্দিন মাসুদ, আবু নাসের মোহাম্মদ মাসুদ ও দিদারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকগণ এবং ভার্চ্যুয়ালি বিভাগীয় অফিস ও জোনাল অফিসের নির্বাহীগণ এবং সারা দেশের সকল শাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।