রূপালী ব্যাংকের বোনাস লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

নগদ লভ্যাংশ বাতিল করে রূপালী ব্যাংকের বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। মূলধন ঘাটতি থাকায় ব্যাংকটিকে নগদ লভ্যাংশের পরিবর্তে বোনাস লভ্যাংশ দেওয়ার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক। আমরা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের কথা রেখেছি।

চলতি বছরের ২৮ এপ্রিল পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ। বিদায়ী বছরের ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ১০ পয়সা।

কোম্পানি ঘোষিত বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণার প্রস্তাবটি বাতিল করে বিএসইসি। বিএসইসির আপত্তির কারণে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বোনাস লভ্যাংশ পরিবর্তন করে নগদ লভ্যাংশে পরিণত করা হয়।

এরপর কোম্পানির শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ বিতরণ করা হয়। কিন্তু এখন সেই নগদ লভ্যাংশ বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে লভ্যাংশ ঘোষণা নিয়ে এখন বিপাকে পড়েছে ব্যাংকটি।

এ অবস্থায় বিএসইসি নতুন করে নগদ লভ্যাংশ দেওয়ার পরিবর্তে বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এখন সেটি বাতিল হওয়ায় ব্যাংকটিকে নতুন করে আবার বিশেষ সাধারণ সভা বা ইজিএম করে লভ্যাংশ পাল্টাতে হবে।

 

পূর্ববর্তী নিবন্ধডলারের দাম আবারও বাড়ছে
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৩১০