রূপালী ব্যাংকের এমডি হলেন ওয়াহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিয়োগ পেয়েছেন মো. ওয়াহিদুল ইসলাম। এতদিন তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব মীনাক্ষী বর্মন।

প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য ওয়াহিদুল ইসলামকে চুক্তিতে নিয়োগে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন শেষে শিগগিরই তিনি রুপালী ব্যাংকে যোগদান করবেন।

জানা গেছে, ১৯৯৮ সালে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন মো. ওয়াহিদুল ইসলাম। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জেনারেল ম্যানেজার থাকাকালীন সময়ে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেন তিনি। সোনালী ব্যাংকে বদলি হওয়ার পর সবশেষ তিনি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসী স্বামীর ৩২ লাখ টাকা- ছয় ভরি স্বর্ণ নিয়ে সন্তানসহ উধাও স্ত্রী
পরবর্তী নিবন্ধসপ্তাহের ব্যবধানে আলু-পেঁয়াজ-সবজির দাম কমেছে