রূপালী ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রূপালী ব্যাংকের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, এমপি। প্রধান অতিথির বক্তব্যে ড. রাজ্জাক বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ড করা হয়েছে বাঙ্গালী জাতিকে ধ্বংস করার জন্য। পদ্মা, মেঘনা, যমুনার পারে পারে এ অঞ্চল কোনদিনই স্বাধীন ছিল না। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জাতিকে স্বাধীনতা এনে দেন। তিনি আরও বলেন সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে এবং নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট দক্ষতা রয়েছে নির্বাচন কমিশনের। ব্যাংকিং খাত নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, অন্যান্য ব্যাংকের তুলনায় রূপালী ব্যাংক অনেক ভাল চলছে। বিশেষ অতিথির বক্তব্যে রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন বলেন, বাংলাদেশের স্থপতি হিসেবে বঙ্গবন্ধু বিশ্বের অন্য যে কোন স্থপতির চেয়ে আলাদা। স্বাধীনতার মহান স্থপতি হিসেবে তার অবস্থান অনেক উর্ধে। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করার আহবান জানান। এ সময় রূপালী ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান তার বক্তব্যে বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমারা যারা বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে ধারণ করি এবং যদি সত্যিকারভাবেই তার আদর্শকে ধারণ করি তাহলে তার যে অসম্পাদিত কাজগুলো রয়ে গেছে, সোনার বাংলা বিনির্মানে তিনি যে স্বপ্ন দেখে গেছেন সেই সোনার বাংলা বিনির্মাণে অর্থনৈতিক মুক্তির যে কথা বঙ্গবন্ধু বলে গেছেন সেই অর্থনৈতিক মুক্তির জন্য ব্যাংকারদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে এই কাজগুলো করার। তিনি আরও বলেন বঙ্গবন্ধু যদি বেচে থাকত তবে এতদিনে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হত। তিনি বলেন আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি আসুন আজকের দিনে আমরা শপথ নিই যারা বঙ্গবন্ধুর চিহ্নিত খুনি, সেই খুনিদের নামে আমরা যেন আমাদের সন্তানদের নাম না রাখি। জিএম মো. কাইসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি লায়ন হামিদুল আলম সখা, সাধারণ সম্পাদক শওকত হোসেন সজল, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংকের সেক্রেটারী সুজাত আলী জাকারিয়া, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ রূপালী ব্যাংক ইউনিটের সভাপতি মিয়া জাকারিয়া টিটু। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের রূপালী ব্যাংক ইউনিটের সেক্রেটারি ফরিদ আহমেদ জুয়েল।

পূর্ববর্তী নিবন্ধভারতে বামপন্থী বুদ্ধিজীবী-লেখকদের গ্রেফতার
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান মিয়ানমারের