রুহানিকে ট্রাম্পের হুমকি

পপুলার২৪নিউজ ডেস্ক:

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিকে ‘সতর্ক থাকুন’ বলে পরোক্ষ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘ইরানিদের হুমকি দিয়ে যারা কথা বলে তাদের পস্তাতে হবে’- ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার ট্রাম্প একথা বলেছেন।
ইসলামী বিপ্লবের ৩৮ বছর পূর্তির সমাবেশে রুহানি বলেন, ‘ইরানিদের প্রতি হুমকি দিয়ে যেই কথা বলুক না কেন, তাকে অনুশোচনা করতে বাধ্য করবে ইরানিরা। ’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানের প্রেস কেবিনে ট্রাম্পের সংক্ষিপ্ত এক উপস্থিতির সময় রুহানির বক্তব্যের বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘সতর্ক থাকাই তার জন্য ভালো হবে। ’
ওই সময় ট্রাম্প ওয়ান ফোর্স ওয়ানে করে মার-আ-লাগো অবকাশ কেন্দ্রে যাচ্ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিচারকদের শৃংখলাবিধি প্রণয়নে সময় ক্ষেপণের ব্যাখ্যা চান আপিল বিভাগ
পরবর্তী নিবন্ধদুই খানের প্রথম সেলফি