রোববার বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৩৪ ওভারে। টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠান প্রোটিয়া দলপতি এবি ডিভিলিয়ার্স।
ব্লাক ক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে ভর করে ৩৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৭ রান করে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৫৯ রান করেন। এছাড়া ব্রনলি ৩১ এবং কলিন ডি গ্রান্ডহোম ৩৪ রান করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ক্রিস মরিস ৪টি, রাবাদা ২টি এবং শামসি ১টি উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে শুরুটা দারুণ করে কুইন্টন ডি কক এবং হাসিম আমলা। তাদের জুটিতে আসে ৮৮ রান। আমলা ৩৫ রান করে আউট হন। এরপর দ্রুতই ফিরে যান ডু প্লেসিস এবং ডি কক। প্লেসিস ১৭ এবং কক ৬৯ রান করেন।
তবে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক ভিলিয়ার্স। ভিলিয়ার্স ৩৭ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ২টি এবং ট্রেন্ট বোল্ড, ইশ সোদি, উইলিয়ামসন ও মিচেল স্যান্টনার ১টি করে উইকেট লাভ করেন। ৫ ম্যাচের সিরিজ ১-০-তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ডি কক।