স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষ দশ দিন দুর্দান্ত কাটলো বার্সেলোনার ভক্ত-সমর্থকদের। কেননা ২১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তিনবার হারিয়েছে বার্সেলোনা। প্রথমবার পুরুষ ফুটবল দল, পরের দুইবার বার্সা নারী দল তথা বার্সেলোনা ফেমিনি।
বুধবার রাতে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ৫-২ গোলের বড় ব্যবধানে রিয়াল নারী দলকে হারিয়েছে বার্সা। প্রথম লেগে জয়ের ব্যবধান ছিল ৩-১; তারও আগে পুরুষদের এল ক্লাসিকোতে বার্সা জিতেছিল ৪-০ গোলের ব্যবধানে।
নারীদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলে ৮-৩ গোলের অগ্রগামিতায় সেমির টিকিট পেয়েছে ক্লাব ফুটবলের অন্যতম সেরা বার্সা ফেমিনি। আরেক কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলে বায়ার্ন মিউনিখকে ৪-৩ গোলে হারিয়ে সেমিতে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই।
রিয়ালকে পাঁচ গোলে হারানোর ম্যাচে স্কোরশিটে নাম তুলেছেন বার্সার ভিন্ন পাঁচ ফুটবলার। ম্যাচের ৮ মিনিটে প্রথম গোল করেন মারিয়া পিলার লিওন। তবে ১৬ মিনিটে ওলগা কারমোনার আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে আসে সমতা, প্রথমার্ধে আর হয়নি গোল।
দ্বিতীয়ার্ধে উল্টো লিড নেয় রিয়াল। ম্যাচের ৪৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ক্লাউদিয়া জরনোজা। এরপর ৫২ থেকে ৬২ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে রিয়ালের জালে হালিপূরণ করেন যথাক্রমে আইতানা বনমাটি, ক্লাউদিয়া পিনা ও অ্যালেক্সিয়া পুতেয়াস।
ম্যাচের ৭০ মিনিটে গিয়ে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ক্যারোলিন গ্রাহাম হানসেন। পুরো ম্যাচে গোলের জন্য অন্তত ২৫টি শট করেছে বার্সেলোনা। পাঁচটিতেই মিলেছে গোলের দেখা।