রিজার্ভে কর পুনর্বিবেচনার আশ্বাস সালমান রহমানের

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো রিটেইনড আর্নিংস ও রিজার্ভের ওপর করের প্রস্তাব পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন সালমান এফ রহমান।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা-ইউএনসিটিএডি কর্তৃক প্রকাশিত বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৯ সম্বর্কে বাংলাদেশ প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরতে মিডিয়া ব্রিফিয়ের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা।

আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন অর্থবছরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পুঁজিবাজারের জন্য যেসব ‘প্রণোদনার’ ঘোষণা দিয়েছেন, তার একটি বাজারের জন্য নেতিবাচক বলে বিবেচিত হচ্ছে। তালিকাভুক্ত কোম্পানিগুলো লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার দিলে তার ওপর ১৫ শতাংশ করারোপের প্রস্তাব করেছেন তিনি। এতে কোম্পানিগুলো নগদে লভ্যাংশ বিতরণ করবে বলে মনে করে সরকার।

এ ছাড়া কোম্পানিগুলোর অবণ্টিত মুনাফা বা রিটেইনড আনির্ংস বা রিজার্ভের ওপরও করারোপের প্রস্তাব হয়েছে। কোনো কোম্পানির পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি রিজার্ভ থাকলে যতটুকু বেশি তার ওপর ধার্য হবে এই কর।

এই প্রস্তাবের কারণে বগু কোম্পানি বিপাকে পড়বে। এমনকি বছরে মুনাফার চেয়ে বেশি চলে যাবে কর পরিশোধে যার মধ্যে সালমান এফ রহমানের তিনটি কোম্পানি বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা এবং বেক্সিমকো সিনথেটিকসও আছে।

অর্থমন্ত্রী বাজেটে ‘প্রণোদনার’ কথা জানালেও বাজেট প্রস্তাবের পর থেকে বাজারে নেতিবাচক হাওয়া, যদিও আশা করা হচ্ছিল এবার বাজার ঘুরে দাঁড়াবে। এর অন্তর্নিহিত কারণ হিসেবে রিজার্ভের ওপর করারোপের প্রস্তাবকেই কারণ হিসেবে ধরা হচ্ছে।

সালমান এফ রহমান এই বিষয়ে বলেন, ‘অনেক জায়গা থেকে আমাদের বলা হয়েছে। এটা সিরিয়াসলি আমরা কনসিডার করছি। এখানে দুটো জিনিস। একটা হলো রিটেইনড আর্নিংসের উপর ট্যাক্স। এচকুয়ালি এটা ডাবল ট্যাস্ক হয়ে যাচ্ছে। রিটেইনড আনিংস অলরেডি ট্যাক্স পেইড। এটা পয়েন্টেট আউট করা হয়েছে। রিটেইনড আর্নিংয়ের উপর কর আরোপ করা হলে তা ডাবল করে রূপান্তরিত হবে, যা কোম্পানির বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ফলে চূড়ান্ত বাজেটের আগে সরকার বিষয়টি সিরিয়াসলি বিবেচনা করবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও বাংলাদেশ অর্থনৈতিক অ ল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ‘ট্রেড লাইসেন্সে করতে ৫০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার ৫০০ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। এটা করা হলে ডুইং বিজনেসে আরও পাঁচ ধাপ পিছিয়ে যাবে। এ বিষয়গুলো এনবিআরের কাছে তুলে ধরতে হবে।’

অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম।

# বিনিয়োগে বিদেশিদের চোখ এখন বাংলাদেশে

 

গত বছর দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশে। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বিনিয়োগ বেড়েছে ৬৮ শতাংশ। অথচ এই সময় সারা বিশ্বে বিদেশি বিনিয়োগ কমেছে ১৩ শতাংশ।

বিভিন্ন দেশে বিদেশি বিনিয়োগ যখন পড়তির দিকে, তখন বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এক উজ্জ্বল ভবিষ্যতের দিক নির্দেশ করছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) প্রকাশিত ওয়াল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট তুলে ধরে এই তথ্য জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ছিলো ২১৫ কোটি ১৬ লাখ ডলার। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ কোটি ৩৩ লাখ ডলার। সে হিসেবে বিনিয়োগ বেড়েছে ৬৮ শতাংশ। পাশের দেশে ভারতে মোট বিনিয়োগ বেশি হলেও বিনিয়োগ বৃদ্ধির হারের দিক থেকে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে তারা। এক বছরে সেখানে বিনিয়োগ বেড়েছে মাত্র ছয় শতাংশ।

২০১৭ সালে ভারতে বিদেশি বিনিয়োগ ছিল তিন হাজার ৯৯০ কোটি ৩৮ লাখ ডলার। ২০১৮ সালে তা দাঁড়ায় চার হাজার ২২৮ কোটি ৫৭ লাখ ডলারে। শকতরা হারের দিক দিয়ে বাংলাদেশের পর বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি বেড়েছে নেপালে; ২৪ শতাংশ। সে দেশে ২০১৭ সালে বিদেশি বিনিয়োগ ছিল ১২ কোটি ৯২ লাখ ডলার। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ১৬ কোটি ৮ লাখ ডলার।

শ্রীলঙ্কাতেও বেড়েছে বিদেশি বিনিয়োগ এবং এক বছরে তা বেড়েছে ১৭ শতাংশ। শ্রীলঙ্কায় ২০১৭ সালে দেশটিতে বিনিয়োগ ছিল ১৩৭ কোটি ২৭ লাখ ডলার। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ১৬১ কোটি ৫ লাখ টাকা। এরপর সবচেয়ে বেশি ঋণ বেড়েছে মালদ্বীপে, ১২ শতাংশ। ২০১৭ সালে দেশটিতে বিদেশি বিনিয়োগ ছিল ৪৯ কোটি ২৭ লাখ ডলার। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৫৫ কোটি ১৮ লাখ ডলারে।

বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছে, তখন উল্টো চিত্র পাকিস্তানে। গত এক বছরে দেশটি বিদেশি বিনিয়োগ বাড়াতে পারেনি, উল্টো কমেছে। ২০১৭ সালে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ ছিল ৩২৩ কোটি ২০ লাখ ডলার। ২০১৮ সালে সে বিনিয়োগ ৮৮ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ২৩৫ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ এক বছরে বিনিয়োগ কমেছে ২৭ শতাংশ। বিদেশি বিনিয়োগের দিক থেকে টাকার অংকে সবচেয়ে তলানিতে তারা। ২০১৮ সালে তাদের বিনিয়োগ মাত্র ৫৯ লাখ ডলার। এত কম বিনিয়োগ দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে নেই।

বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগের অমিত সম্ভাবনার দেশ। বিশ্বের কাছে সব দিক দিয়েই বাংলাদেশকে ইতিবাচক ভাবে তুলে ধরতে হবে, তবেই দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ।’

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘ইজি অব ডুইং বিজনেস অর্থাৎ সহজে ব্যবসা করার মাপকাঠির সূচকে আগামী এক বছরে ১০০ নিচে আনতে কাজ করছে সরকার। সরকার এ ক্ষেত্রে উন্নতি চায়। ইজি অব ডুইং বিজনেস সূচকে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৭তম।

প্রতিবেদন উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট- পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও বাংলাদেশ অর্থনৈতিক অ ল কর্তৃপক্ষ- বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

পূর্ববর্তী নিবন্ধ‘ব্যবসায়ী বান্ধব বাজেটে কর্মসংস্থানের দিক নির্দেশনা নেই’
পরবর্তী নিবন্ধবগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থী সিরাজ নির্বাচিত