রিজওয়ানের কাছে শীর্ষস্থান হারালেন বাবর

স্পোর্টস ডেস্ক : ওপেনিং পার্টনার ও অধিনায়ক বাবর আজমের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিলেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটসম্যান হলেন তিনি।

এক নম্বরে থেকে এশিয়া কাপে অংশ নেন বাবর। কিন্তু ব্যাট হাতে সময়টা ভালো যায়নি তার। তাতে এই জায়গাটি হারানোর আশঙ্কায় ছিলেন পাকিস্তান অধিনায়ক। রিজওয়ান ১৯২ রান করে এখন পর্যন্ত এশিয়া কাপের সেরা ব্যাটসম্যান। তার কাছেই জায়গা হারালেন বাবর। তিন ম্যাচে রিজওয়ানের দুটি হাফ সেঞ্চুরি হংকং ও ভারতের বিপক্ষে। টুর্নামেন্টে রোহিত শর্মাদের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও ৪৩ রানের একটি উল্লেখযোগ্য ইনিংস খেলেন তিনি।

১১১৫ দিন ধরে শীর্ষে থাকার পর নামতে হলো বাবরকে। ৭৯৪ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে তিনি। তার চেয়ে ২১ পয়েন্টে এগিয়ে থেকে সেরা অবস্থানে রিজওয়ান (৮১৫)।

 

পূর্ববর্তী নিবন্ধআসছে কৃশ ৪, বাবা রাকেশ নয় নতুন পরিচালক চান হৃত্বিক
পরবর্তী নিবন্ধড্রেসিংরুমে আত্মবিশ্বাস অসাধারণ: দাসুন শানাকা