রিংকুকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য শেবাগের

স্পোর্টস ডেস্ক : বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সে ম্যাচে দলটির মিডল অর্ডার ব্যাটার রিংকু সিং একাই জিতিয়েছিলেন দলকে। গুজরাট টাইটান্সের বোলার ইয়াশ দয়ালের এক ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে দলকে এনে দেন রোমাঞ্চকর এক জয়। তবে সেই রিংকুকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।

রিংকু পাঁচ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন, সেটা একবারই সম্ভব বলে মনে করছেন শেবাগ, ‘ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। রিংকুও আগামী দিনে এটা আর করতে পারবে না। এই রেকর্ড হয়তো এক দিন ভেঙে যাবে। কিন্তু রিংকু কোনো দিন এক ওভারে ছয় ছক্কা মেরে নিজের রেকর্ড ভাঙতে পারবে না। এমন ইনিংস খেলার জন্য ভাগ্য লাগে। ওই ওভারটা যদি আলজারি জোসেফ করত তা হলে রিংকুও হয়তো জানে যে, ও জেতাতে পারত না। নেটে ইয়াশ দয়ালকে অনেক বার খেলেছে রিংকু। তাই ও পরিকল্পনা করে নিতে পেরেছিল।’

তবে গতকালও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন রিংকু। যে কারণে হায়দরাবাদের বিপক্ষে আশা রেখেছিলেন কলকাতার সমর্থকরা, এমনটি মনে করেন শেবাগ, ‘একটা বিশ্বাস রয়েছে যে, রিংকু ক্রিজে থাকলে কলকাতার আশা রয়েছে। যে সময় ধোনি ম্যাচ শেষ করত, সেই সময় একটা বিশ্বাস ছিল যে, ধোনি ক্রিজে থাকা মানে আশা রয়েছে ম্যাচ জেতার। ৯০-এর দশকে যেমন শচিন টেন্ডুলকরকে নিয়ে এই বিশ্বাস ছিল। একই জিনিস এখন কেকেআরে রিংকুকে নিয়ে হয়েছে। এর আগে এমনটা হত আন্দ্রে রাসেলকে নিয়ে।’

শুক্রবার ম্যাচ শেষে প্রায় একই কথা শোনা গিয়েছিল নীতিশ রানার মুখেও। কলকাতার অধিনায়ক বলেন, ‘২৩০ রান তাড়া করা সহজ নয়। সেটা যে মাঠেই হোক না কেন। আর রোজ রোজ তো রিংকু আমাদের জেতাবে না। ১০ দিনে এক দিন ওর ওই ইনিংস দেখা যাবে। রোজ রোজ না।’

 

পূর্ববর্তী নিবন্ধমুস্তাফিজকে একাদশে দেখছেন টম মুডি
পরবর্তী নিবন্ধঈদে হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’