রায় কার্যকর দেখতে চান নজরুলের শ্বশুর শহীদুল

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

10
আলোচিত সাত খুনের মামলায় ২৬ আসামির মৃত্যুদণ্ডাদেশের রায় কার্যকর দেখতে চান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম। রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।সোমবার নারায়ণগঞ্জে ওই মামলার রায়ে ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই রায় ঘোষণা করেন। এরপরই আদালতপাড়ায় শহীদুল ইসলাম প্রথম আলোর কাছে রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

রায় ঘোষণার ১০ মিনিট আগে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি আদালতে হাজির হন। রায় ঘোষণার সময় কাঁদতে থাকেন নজরুলের শাশুড়ি জ্যোৎস্না বেগম। এ সময় তিনি বলতে থাকেন, এই আসামিরা তাঁর মেয়ের সংসার তছনছ করেছে।

রায়ের প্রতিক্রিয়ায় শহীদুল ইসলাম বলেন, আমরা এ রায়ে খুশি। এ রায়ে যেন দ্রুত কার্যকর করা হয়, এ জন্য সরকারে কাছে জোর দাবি জানাচ্ছি।

শহীদুল ইসলাম বলেন, এরা (মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত) মানুষ না। এরা পশু, এরা বহু সংসার ধ্বংস করেছে। আদালত রায় দিয়েছে। আদালত উপযুক্ত বিচার করেছে। এখন রায় কার্যকর হলে মনের দুঃখ কিছুটা হলেও লাঘব হবে। রায় কার্যকর দেখে মরতে চান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরণবীরকে বিয়ে করবেন সোনম!
পরবর্তী নিবন্ধমিরপুরে ছুরি মেরে কিশোর খুন