পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুই মামলায় প্রধান আসামি নূর হোসেন এবং র্যাবের তিন কর্মকর্তাসহ ২৬ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার সকাল ১০টা ৫ মিনিটে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন।
মামলার বাকি নয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।
রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনাদের-আমাদের সবার চেষ্টায় রায় ঘোষণা হয়েছে। এই রায়ের পেছনে সবাই পরিশ্রম করেছেন। বিশেষ করে সাখাওয়াত ভাই মামলা নিয়ে অনেক কষ্ট করেছেন। এছাড়া সাংবাদিক ভাই আপনারাও অনেক কষ্ট করেছেন। সবার প্রচেষ্টায় আমরা বিচার পেয়েছি।’
তিনি বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। কিন্তু আমরা চাই, এই রায় দ্রুত কার্যকর হোক। হাইকোর্টে যাতে এই রায় বহাল থাকে।’
রায় ঘোষণার সময় মামলার ৩৫ আসামির মধ্যে ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন র্যাবের সদস্য। মামলার শুরু থেকেই র্যাবের সাবেক ৮ সদস্যসহ ১২ আসামি পলাতক।
এদিকে রায় ঘিরে সকাল থেকেই আদালতপাড়া ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।