রাস্তা সংস্কারের অভাবে ১০ বছর ধরে ১০গ্রামের মানুষের চরম ভোগান্তি

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের মানুষের জেলা শহরে যোগাযোগের অন্যতম মাধ্যম বুড়িস্থল-ইছাগড়ি-শান্তিগঞ্জ সড়ক। গত ১০ বছরেও সড়কের সংস্কার কাজ হয়নি। ফলে ১০ গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন চরমভাবে।
সরেজমিনের দেখা যায়, বুড়িস্থল পয়েন্ট থেকে জগজীবনপুর সেতু পর্যন্ত অনেক স্থানের সড়কে ভাঙা রয়েছে। কোনো স্থানে ঢালাই ভেঙে রড বেরিয়ে পড়েছে। আবার জগজীবনপুর সেতু থেকে ইছাগড়ি গ্রামের সেতু পর্যন্ত সড়কের পুরাতন ঢালাই একেবারে উঠে গেছে। শতাধিক স্থানে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজি ও অটোরিক্সা।
ইছাগড়ি গ্রামের আলতাব আলী বলেন, ভাঙা সড়কে ঘটে চলেছে নানা দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে চলাচল করতে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। দরিয়াবাজ গ্রামের আলফাজ উদ্দিন বলেন, সড়ক দিয়ে চলাচল করলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে। রোগীরা যাতায়াত করেন ঝুঁকি নিয়ে।
এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল-ইছাগড়ি-শান্তিগঞ্জ সড়কের সংস্কার কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দপ্তরে ইস্টিমেট পাঠিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএসবিএসি ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন