রাস্তায় দাঁড়িয়ে জায়েদের কাছে থেকে টাকা নেব, মুনমুনের প্রশ্ন

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। নির্বাচনের দিন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও চিত্রনায়িকা মুনমুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গত ২৮ জানুয়ারি ধারণকৃত ওই ভিডিওতে দেখা যায়, এফডিসিতে জায়েদ-মুনমুন একে অপরের সঙ্গে কথা বলছেন। মুনমুনের একটি হাত ধরে আছেন জায়েদ। কথার বলার সময় অন্য হাত দিয়ে নায়িকা তার হ্যান্ড ব্যাগের চেইন খুলে কিছু একটা রাখেন। তবে ভিডিওটির কোয়ালিটি ভালো না হওয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে না, মুনমুন তার ব্যাগে টাকা রাখলেন না অন্যকিছু।

এরপর থেকেই বলা হচ্ছে, টাকা দিয়ে মুনমুনের ভোট কিনেছেন জায়েদ খান। এ নিয়ে সমালোচনা কম হয়নি। রোববার (৩০ জানুয়ারি) দুপুরে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন মুনমুন। প্রশ্ন রেখে শাকিব খানের এক সময়ের এই নায়িকা বলেন, ‘রাস্তায় দাঁড়িয়ে আমাকে কেউ টাকা দেবে, আর আমি সেই টাকা নিয়ে ভোট দেব? আসলে আমার বিরুদ্ধে একটি অভিযোগ দাঁড় করানো হয়েছে।’

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে মুনমুন বলেন, ‘আমি সেদিন মুখে কালো রঙের মাস্ক পরেছিলাম। হাতে ছিল একটি ব্যাগ, আমার এক হাত জায়েদ ধরে রেখেছিল। সে তার প্যানেলের জন্য আমার কাছে ভোট চায়। জায়েদ আমাকে বলেছিল, আপা আমি অনেক সমস্যার মধ্যে আছি দেখতেই তো পাচ্ছেন। ছোট ভাইকে একটু দেখবেন। আপনাকে সব সময়ই সম্মান করেছি। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। এর মধ্যে সে তাদের প্যানেলের ছোট একটা কাগজ আমাকে দেয়। তারপর জানায়, এবার টিক না সীলের মাধ্যমে ভোট দিতে হবে। এরপর সে চলে যায়; আর আমি ফাইট ডিরেক্টর চুন্নু ও রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলতে থাকি।’

মুনমুন মনে করেন জায়েদ খানকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তা উল্লেখ করে এই চিত্রনায়িকা বলেন—‘আমি কি রাস্তায় দাঁড়িয়ে জায়েদের কাছে থেকে টাকা নেব? জায়েদ আমার বাসা চেনে, ফেসবুক ফ্রেন্ড যে কোনোভাবেই তো টাকা নিতে পারি। টাকা কি রাস্তায় দাঁড়িয়ে জায়েদ আমাকে দেবে? এফডিসিতে তো সবাই সবাইকে ধরে ধরে ভোট চায়। জায়েদের নামে এসব কিছুই অপপ্রচার, এখন সেটা বুঝতে পারছি। আমার সঙ্গে এই ঘটনা না ঘটলে হয়তো বুঝতাম না। কারণ আমাকেও এখানে ফাঁসানো হয়েছে।’

আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে মুনমুন বলেন, ‘আমি এখন বুঝতে পারছি এটা সম্পূর্ণ মিডিয়া ক্রিয়েটেড একটা অপপ্রচার। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। আর যে সব ইউটিউবার টাকার জন্য আমাদের মতো তারকাদের বদনামের ভেতরে ফেলছো; আমি তোমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ৩৪ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধবিয়ে করেছেন লানা কনডর ও অ্যান্টনি দে লা টরে