রাস্তার পাশে কুঁড়িয়ে পাওয়া সেই নবজাতকটি মারা গেছে

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামে রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত নবজাতকটি মারা গেছে।

রোববার সকালে নবজাতটির শ্বাসকষ্টজনিত কারণে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে ওই নবজাতকটি মারা যায়।

জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফুটফুটে ওই নবজাতকে উদ্ধার করা হয়। ওই সময় সেই ছেলে নবজাতকটি জীবিত ছিল। উদ্ধার করার পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কালীগঞ্জ থানার ওসি।

এর পর সকালে নবজাতকটির শ্বাসকষ্ট হলে কালীগঞ্জ থেকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই নবজাতকটি মারা যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন শাফায়েত বলেন, শিশুটি রাতে সুস্থ ছিল। সকালে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে আমরা যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করি।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান বলেন, যশোর জেনারেল হাসাপাতালে শিশুটি মারা গেছে। নবজাতকটি হেফাজতে থাকা উপজেলার ষাটবাড়িয়া গ্রামের মো. মুকুল জোয়ার্দ্দার ও তার স্ত্রী দাফনের ব্যবস্থা করবেন বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুর তিন বছর পর অ্যাপার্টমেন্টে মিলল মার্কিন নৌ সেনার লাশ
পরবর্তী নিবন্ধসরকারের শুদ্ধি অভিযানে সহযোগিতা করবে যুবলীগ: পরশ