রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পুতিনের

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার (২৬ মার্চ) ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস তাদের ভেরিফায়েড টুইট বার্তায় এ তথ্য জানায়।

শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট বলেন, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার দৃঢ় ঐতিহ্যের ওপর ভিত্তি করে রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠেছে। আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা, উন্নয়নসহ দুই দেশের জনগণের স্বার্থে সংগতিপূর্ণ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পারব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

পুতিন বাংলাদেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী