পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনে শুরু হচ্ছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৭। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এ উৎসব উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ- স্লোগান নিয়ে উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ও ফেডারেশন-ফিপ্রেসির সভাপতি মিস আঁলিন তাসকীয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম।
ঢাকা ক্লাবে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। এতে উপস্থিত ছিলেন পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, ম হামিদ, রবিউল হুসাইন, হায়দার রিজভী, সামিয়া জামান। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, স্টার সিনেপ্লেক্স ও আমেরিকান (ইএমকে) সেন্টারে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। এশিয়ান কমপিটিশন, রেট্রোস্পেকটিভ, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট ও ইনডিপেনডেন্ট ফিল্মস, নরডিক ফিল্ম এবং উইমেন্স ফিল্মমেকারস্ সেকশনে চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে লেবানিস নির্মাতা মাই মাসরি পরিচালিত চলচ্চিত্র ‘থ্রি থাউজেন্ট নাইটস’। প্রতিটি উৎসবেরই অন্যতম প্রধান আকর্ষণ রেট্রোস্পেকটিভ বিভাগ। এবারের ঢাকা উৎসবের রেট্রোসপেকটিভ বিভাগটি সাজানো হয়েছে বিশ্বখ্যাত ইরানি নির্মাতা প্রয়াত আব্বাস কিয়ারোস্তামি ও বিখ্যাত তুর্কি নারী চলচ্চিত্র নির্মাতা ইয়াসিম ইয়াস্তাওগলুর চলচ্চিত্র দিয়ে। নন্দিত এই দুই নির্মাতার ১০টি ছবি দেখতে পাবেন দর্শক। অন্যদিকে উইমেন ফিল্ম মেকারস বিভাগটি নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে। এতে দেশি-বিদেশি ৩৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র অন্তর্ভুক্ত হয়েছে।