রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতার আন্দোলনে আহত ছাত্রদের সংগঠন ও রক্তিম জুলাই ২৪ এর কর্মীরা। অবস্থান কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত বঙ্গভবনের সামনে রাত্রিযাপনের ঘোষণাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সংগঠনের পক্ষে এ ঘোষণা দেন এমদাদ বাবু।

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে থেকে আপনি মিথ্যাচার করেছেন। আপনি খুনি শেখ হাসিনার দোসর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার পদত্যাগ দাবি করছি। অন্যথায় আন্দোলন চলবে। আগামীকাল সকালে এসে যেন আমরা শুনতে পাই আপনি পদত্যাগ করেছেন। আপনার লজ্জা থাকলে আপনি পদত্যাগ করবেন।’

এমদাদ বাবু আরও বলেন, ‘আমরা সড়ক অবরোধ করে মানুষকে কষ্ট দিতে পারতাম, কিন্তু একজন খুনির জন্য আমরা শতশত মানুষকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমাদের বাধ্য করবেন না। আমরা পরীক্ষিত সৈনিক, সম্মুখযোদ্ধা। আমরা সংগ্রাম করতে গিয়ে হাত-পা-চোখ হারিয়েছি। যদি আরেকটা হাত-পা ও চোখ দিতে হয় আমরা তার জন্যও প্রস্তুত।’

এর আগে রক্তিম জুলাই ২৪ এর কর্মীরা বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনের সামনে জড়ো হন। এরপর তারা মানববন্ধন কর্মসূচি শুরু করেন। মানববন্ধন কর্মসূচি থেকে তারা সেখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি বলেন, ‘রাষ্ট্রপতিকে কোনো সময় দেবো না, দ্রুত পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করা পর্যন্ত বঙ্গভবনের সামনে আমরা রাত্রিযাপন করবো।’

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সরকার একমত
পরবর্তী নিবন্ধপ্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক