পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত ১৮ মে আসলাম চৌধুরীর স্থায়ী জামিন মঞ্জুর করেছিলেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আজ এ বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন সর্বোচ্চ আদালত।
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত বছরের ২৬ মে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ এনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ।
মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, ইসরায়েলের ক্ষমতাসীন দলের সদস্য মেন্দি সাফাদির সঙ্গে ভারতে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করে আসলাম চৌধুরী। এই পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদোহের অভিযোগ আনা হয়।
এর আগে ১৫ মে ঢাকা থেকে ৫৪ ধারায় তাকে গ্রেফতার করা হয়। পরে আসলাম চৌধুরীকে রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।