পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রেসিডেন্ট নির্বাচনের আগে রুশ আইনজীবীর সঙ্গে ছেলের বৈঠকের বিষয়ে কিছুই নাকি জানতেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি ট্রাম্প জুনিয়রের। এমনকি ওই বৈঠক এতই গুরুত্বহীন ছিল যে এটির কথা তিনি ভুলেই গিয়েছিলেন। গতকাল মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
মার্কিন প্রেসিডেন্ট ওই বৈঠকের বিষয়ে জানেন কি না? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেন, ‘না এটা কিছুই ছিল না। বলার মতো কিছু এখানে হয়নি। আমি বলতে চাচ্ছি, এসব আলোচনার আগে এ বিষয়ে আমার মনেও ছিল না। ওই আলোচনা আমার ২০ মিনিট সময় নষ্ট করে, যা লজ্জাজনক।’
আসলে এত কথার শুরু নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনকে ঘিরে। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের বিষয়ে তথ্য পাওয়ার আশায় রাশিয়ার সঙ্গে যুক্ত এক রুশ আইনজীবীর সঙ্গে গত বছর দেখা করেছিলেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকাটি এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রচার বিশেষজ্ঞ রব গ্ল্যাডস্টোন এক ই-মেইল বার্তায় পুতিন-ঘনিষ্ঠ রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়ার সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠকের পেছনে ক্রেমলিনের ভূমিকার কথা বলেছেন। তিনিই গত বছরের জুনে ওই বৈঠকের আয়োজন করেছিলেন। মার্কিন দৈনিকটির দাবি, গত বছর মে থেকে জুনের মাঝামাঝি ‘ব্যস্ত সময়ে’ গোল্ডস্টোন একটি ই-মেইল করেন ট্রাম্প জুনিয়রকে। যাতে বলা হয়, খোদ রাশিয়ারই এক প্রতিনিধি তাঁর সঙ্গে মার্কিন ভোটের ব্যাপারে কথা বলতে চান। ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়ার সঙ্গে ওই বৈঠক করেন ট্রাম্প জুনিয়র, ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার ও নির্বাচনী শিবিরের চেয়ারম্যান পল ম্যানফোর্ট।
মার্কিন কর্মকর্তারা গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করে দেখছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারকালে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারির দল ডেমোক্রেটিক পার্টির কয়েকটি কম্পিউটারের তথ্য রুশ হ্যাকাররা চুরি করেছিল বলে অভিযোগ ওঠে।
সূত্র: বিবিসি