রামুতে বন্যায় বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট  সরেজমিন পরিদর্শন করেন ইউএন প্রণয় চাকমা

মোঃসাইদুজ্জামান সাঈদঃ
শীঘ্রই ভাঙ্গন কবলিত সড়কে সংস্কার কাজ শুরু।
রামুতে টানা বৃষ্টির ফলে বন্যায় ক্ষতবিক্ষত বিভিন্ন রোড ভাঙ্গন। গেল দুই সাপ্তাহ জুড়ে মোষলধারে অবিরত বৃষ্টিতে পাহাড়ি ঢলে বেশ কয়েকটি সড়কের অংশ বিশেষ বিলীন হয়ে যায়।এতে জনসাধারণের যাতায়াতের চরম ভোগান্তি সৃষ্টি হয়।এমন পরিস্থিতিতে রামু উপজেলাম নির্বাহী অফিসার প্রণয় চাকমা বেশ কয়েকটি ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।
আজ ১৫ জুলাই সকাল ১১ টায় প্রথমে ছুটে যান ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল এলাকায় বন্যায় ক্ষতবিক্ষত গ্রাম পরিদর্শন করেন।
এরপরে কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা-ফুলতলী সড়কের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, এলজিইডি কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ উপজেলা প্রশাসনের পদস্হ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ  মেম্বার ও গন্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, দুই সাপ্তাহ ধরে বিরতিহীন বৃষ্টির উজানী ঢলের পানিতে রামু উপজেলায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।রামু উপজেলা প্রশাসন সর্বোচ্চ সর্তকতার সাথে পরিস্হিতি মনিটরিং করছে।বিচ্ছিন্ন সড়ক পূনঃনির্মান সহ ঘরবাড়ি রাস্তা,ঘাট সহ সার্বিক ক্ষয়ক্ষতি চিহ্নিত করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠিয়েছি। আশা করছি বন্যায়  রাস্তাঘাট পুনরায় মেরামতের কাজ অতিশীঘ্রই শুরু হবে
পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ : এক কমিটিতে ৯ বছর পার
পরবর্তী নিবন্ধকাবিন নিয়ে বায়তুল মোকাররমের খতিবের মতামত চেয়েছেন হাইকোর্ট