রামপাল বিদ্যুৎকেন্দ্রের ক্রেনের পাইল ছিঁড়ে ২ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ক্রেনের পাইল ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নাসির হোসেন (২৭) চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কালিনগর গ্রামের অনসার আলীর ছেলে এবং ও আসাদুর রহমান (৩২) রামপাল উপজেলার ফজলুর রহমানের ছেলে।

রামপাল থানা পুলিশের ওসি মো. লুৎফর রহমান বলেন, শনিবার রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ক্রেনের পাইল ছিঁড়ে ওই দুই শ্রমিক আহত হয়। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই দিন রাতেই দুই শ্রমিক চিকিৎসাধীন থেকে মারা যান।

এর আগে ৩মার্চ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কন্টেইনারের নিচে চাপা পড়ে এমডি নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯) নামের দুই শ্রমিক নিহত হয়।

পূর্ববর্তী নিবন্ধসারাদেশে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন
পরবর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা