কাজে ব্যস্ত ছিলেন গৃহিনী। হঠাৎ শুনতে পেলেন নিশ্বাসের জোরালো আওয়াজ। রান্নাঘরের খুঁটির দিকে তাকাতেই দেখতে পেলেন পেঁচিয়ে রয়েছে প্রায় ১৩ ফুট দৈর্ঘ্যের এক বিরাট অজগর। সম্প্রতি ভারতের জলপাইগুড়ি শহর লাগোয়া কালিয়াগঞ্জ এলাকায় এমন ঘটনাই ঘটেছে।
জানা গেছে, গৃহিনী দুপুরে পরিবারের সকলকে খেতে দেওয়ার সময় ভাত বাড়তে গিয়ে ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পান। মাথার উপর তাকিয়ে দেখেন বিশাল এক অজগর সাপ রান্না ঘরের টিনের ছাউনিতে পেঁচিয়ে রয়েছে। তৎক্ষনাৎ তিনি চিৎকার করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। অজগর সাপ রান্নাঘরে, এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা ভিড় জমান ওই বাড়িতে। বিশাল অজগর সাপটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পরে বন বনদপ্তর ও এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রাথমিকভাবে বনদপ্তর ধারণা করছে, তিস্তার পানিতে হয়তো অজগর সাপটি ভেসে এসেছে। চারিদিকে পানি থাকায় নিরাপদ আশ্রয়ের জন্য ঘরে ঢুকে পড়েছিল সাপটি।