রানির পিঠ চাপড়ে বিতর্কে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে রাজকীয় নৈশভোজে রানি এলিজাবেথের পিঠ চাপড়ে নতুন বিতর্কের মুখে পরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ আচরণের মাধ্যমে সফররত প্রেসিডেন্ট রাজকীয় প্রটোকল ভেঙেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। প্রায় সাত দশক ধরে ব্রিটিশ সিংহাসনে আসীন রানিকে স্পর্শ করার ব্যাপারে অলিখিত নিষেধাজ্ঞা আছে।

সোমবার নৈশভোজে দেওয়া বক্তৃতা শেষে ট্রাম্প উঠে গিয়ে ৯৩ বছর বয়সী রানির পিঠে হালকা চাপড় দিয়ে ওই নিষেধাজ্ঞা ভেঙেছেন বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। এতে অবশ্য রানিকে নির্বিকারই দেখা গেছে। এর আগে দেওয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের ‘হৃদ্যতাপূর্ণ সম্পর্ক’ ও ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে রানির কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন।

কেবল রানিকে ছুঁয়ে দিয়েই নয়, ট্রাম্প তার তিনদিনের এ রাষ্ট্রীয় সফরে আরও অনেক কিছু নিয়েই বিতর্ক উসকে দিয়েছেন। যুক্তরাজ্যজুড়ে তার বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি নিয়ে ‘গণমাধ্যম বাড়াবাড়ি’ করছে বলেও মন্তব্য করেছেন এ রিপাবলিকান। “এখনও কোনো বিক্ষোভ দেখিনি তো। ভালোবাসাই পাচ্ছি শুধু। তবে আমি নিশ্চিত, ভুয়া খবরের বাহিনী ওদের (বিক্ষোভকারী) ঠিকই খুঁজে বের করবে,” টুইটারে বলেছেন তিনি। সূত্র : বিবিসি

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের ঈদ শুভেচ্ছা বিনিময়
পরবর্তী নিবন্ধআশা জাগিয়েও পারলো না বাংলাদেশ