রাতে ২১০০ যাত্রী নিয়ে ভারত যাচ্ছে স্পেশাল ট্রেন

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের মেদিনীপুর জোড়া মসজিদে ১১৬তম পবিত্র ওরশ শরিফ উপলক্ষে মঙ্গলবার রাত ১০টায় রাজবাড়ী রেল স্টেশন থেকে আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর উদ্যোগে ২২ বগিতে ২১ শ ওরশ যাত্রী নিয়ে স্পেশাল ট্রেন ভারতের মেদিনীপুরে যাত্রা করছে। যৌথ উদ্যোগে ১৯০২ সাল থেকে এ ওরশ স্পেশাল ট্রেনটি যাত্রী বহন করে আসছে। আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর সভাপতি কাজী ইরাদত আলী জানান, ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুরে নূরনবী হযরত মুহাম্মদ (সা.) এর ৩৩তম ও গাউস-উল-আযম বড় পীর সৈয়দানা হযরত আব্দুল কাদের জিলানী (র.) পাক এর ২০তম অধস্তন পবিত্র বংশধর হযরত আলী আব্দুল কাদের সামছুল কাদেরী সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (র.) মশহুর নাম মওলাপাক এর ১১৬তম বার্ষিক পবিত্র ওরশ শরিফ ১৬ ফেব্রুয়ারি ২০১৭ রাতে জোড়া মসজিদ মির্জামহল মেদিনীপুরে উদযাপিত হবে।

তিনি আরো জানান, এ উপলক্ষে বড় হুজুরপাক কেবলা পরিচালিত আঞ্জুমান-ই-কাদেরীয়া, রাজবাড়ীর উদ্যোগে ২২ বগি সংবলিত মেদিনীপুর ওরশ স্পেশাল ট্রেনে পুরুষ ১১৪৫ জন, নারী ৮৫৩ জন, শিশু ৮৫ জনসহ মোট ২১ শ ওরশ যাত্রী নিয়ে ১০টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন হতে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। পবিত্র ওরশ শরিফ শেষে ১৮ ফেব্রুয়ারি ওরশ স্পেশাল ট্রেনটি আবার রাজবাড়ী ফিরে আসবে। রাজবাড়ী রেলওয়ের টিএক্সআর (ট্রেন পরীক্ষক) কাজী আব্দুল বারেক জানান, বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ৬৫১৮ বিইডি-৩০ ইঞ্জিন এর স্পেশাল ট্রেনটি পরিষ্কার-পরিচ্ছন্নভাবে যাত্রীসেবায় প্রস্তুত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক শিমুল হত্যা:মেয়রের ছোটভাই ও ড্রাইভারের ৫ দিনের রিমান্ড
পরবর্তী নিবন্ধবিশ্বব্যাংকের ১৬ গাড়িসহ পাস বই তলব