নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের পাশাপাশি আজ রবিবার (৫ মে) আরও চারটি উপজেলায় ভোট হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের স্থগিত নির্বাচনে ভোট হয়। এর একটি কেন্দ্রে রাতে ব্যালটে সিল মেরে রাখায় প্রিজাইডিং কর্মকর্তাসহ অন্যান্য ভোটগ্রহণ কর্মকর্তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
রবিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘কুমিল্লার বরুড়া উপজেলায়, ময়মনসিংহের ত্রিশাল, নীলফামারীর জলঢাকা এবং লালমনিরহাটের আদিত্যমারী – এই চারটি উপজেলায় ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। শুধুমাত্র ত্রিশালের একটি কেন্দ্রে রাতে ৫০০ ব্যালটে সিলমারা অবস্থায় পাওয়া গেছে। এটা শনাক্ত হওয়ার পরে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাসহ অন্যান্য যারা ভোটগ্রহণ কর্মকর্তা ছিল, সবাইকে আটক করা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে সবার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দিয়েছে।’
হেলালুদ্দীন আহমদ আরও বলেন, ‘আমরা রিটার্নিং কর্মকর্তাকে বলে দিয়েছি, প্রিজাইডিং কর্মকর্তাসহ অন্যান্য যারা ছিল, সবার বিরুদ্ধে যাতে মামলা দেয়া হয়। আর অন্যান্য উপজেলাতে এবং ত্রিশালের অন্যান্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।’