পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রখ্যাত বাচিকশিল্পী, মুক্তিযোদ্ধা ও স্থপতি কাজী আরিফকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন নিউইয়র্কের সর্বস্তরের মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার মাগরিবের নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজা শেষে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের পক্ষ থেকে শিল্পীকে গার্ড অব অনার দেওয়া হয়। নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক আবদুল মুকিত চৌধুরী।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিল্পীর মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিউইয়র্কের স্থানীয় সময় আজ রোববার রাত ১০টার দিকে আমিরাত এয়ারওয়েজে করে দেশে পাঠানো হবে। এখন মরদেহ রাখা হয়েছে ফিউনারেলে।
লাল-সবুজের পতাকায় মোড়ানো কফিনে সম্মিলিত সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মিথুন আহমেদ ও সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক রাশেদ আহমেদের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পালন করা হয় এক মিনিট নীরবতা।
এর আগে কাজী আরিফের জানাজা পড়ান মাওলানা মোহাম্মদ আবিদ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে কাজী আরিফ মারা যান। গতকাল স্থানীয় সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে কাজী আরিফের লাইফ সাপোর্ট খুলে নেন চিকিৎসকেরা। ২৫ এপ্রিল তাঁর হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।
আরিফের মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে যান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। সকাল থেকেই হাসপাতালে অবস্থান করছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমেদ, সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক রাশেদ আহমেদ, কাজী আরিফের মেয়ে অনুশকাসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
কাজী আরিফের জন্ম ১৯৫২ সালের ৩১ অক্টোবর, রাজবাড়ী জেলায়। তবে তাঁর শিক্ষা ও বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। একই সঙ্গে শিল্প-সাহিত্যের চর্চার হাতেখড়িও সেখানে।
স্থাপত্য বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে। কাজী আরিফ ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। বাংলাদেশে আবৃত্তিচর্চা এবং আবৃত্তিকে আধুনিক সংগঠিত রূপ দিতে তিনি আশির দশকে অন্যতম ভূমিকা পালন করেছেন।
নিউইয়র্কে শ্রদ্ধা জানালেন যাঁরা
নিউইয়র্কে কাজী আরিফের মরদেহে শ্রদ্ধা জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্রের আহ্বায়ক ফাহিম রেজা নূর, সদস্যসচিব স্বীকৃতি বড়ুয়া, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, সংস্কৃতি সংগঠক ওবায়দুল্লাহ মামুন, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সংস্কৃতিকর্মী সেমন্তী ওয়াহেদ, কবির আনোয়ার, গণজারণ মঞ্চের নিউইয়র্কের সংগঠক মুজাহিদ আনসারি, গোপাল স্যানাল, গণজাগরণ মঞ্চ ঢাকার সংগঠক সৈয়দ জাকির রনি, সংস্কৃতিকর্মী গোপন সাহা, মুজিব বিন হক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, উপদেষ্টা মাসুদুল হাসানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।