পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে আত্মহত্যায় প্ররোচনাকারী ‘ব্লু হোয়েল’ গেম খেলে স্বপ্ন মালো (১৩) নামে ৮ম শ্রেণির এক ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ইউএস মডেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সে রাজৈর পৌর কুঠিবাড়ী এলাকার মানিক মালোর ছেলে ও রাজৈর-গোপালগঞ্জ কেজিএস পাইলট মডেল ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেক অভিভাবক তাদের ছেলেমেয়েকে নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন।
শিক্ষার্থী, শিক্ষার্থীর পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ৮-১০ দিন আগে ইন্টারনেট থেকে কৌতূহলবশত ‘ব্লু হোয়েল’ গেম ডাউনলোড দেয় শিক্ষার্থী স্বপ্ন মালো। এর পর অ্যাডমিনের শর্ত অনুযায়ী, হাতে তিমি মাছ এঁকে ৭টি ধাপ অতিক্রম করে। পরে রাতের আঁধারে মোমবাতি হাতে নিয়ে বাড়ির ছাদে যেতে বলা হয় ওই শিক্ষার্থীকে। এরই মধ্যে ফেসবুকে ‘ব্লু হোয়েল’ গেম খেললে মানুষ মারা যায় এমন একটি খবর লিংকে দেখে পড়ে বিষয়টি সম্পর্কে সচেতন হয় ওই শিক্ষার্থী।
এর পর তাকে সুচ দিয়ে হাতে ১০০ ছিদ্র করতে বলা হলে সে নিজেকে বাঁচাতে মোবাইল ফোন ভেঙে ফেলে। পরে সোমবার রাতে তাকে টেকেরহাট ইউএস মডেল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এদিকে মানসিকভাবে ভেঙে পড়ায় ওই শিক্ষার্থীকে পর্যাপ্ত চিকিৎসার পাশাপাশি কাউন্সেলিং করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।
স্বপ্ন মালোর বাবা মানিক মালো বলেন, আমার ছেলে মরণনেশার হাত থেকে বেঁচেছে। সরকারের কাছে আকুল আবেদন, এই ব্লু হোয়েল গেম যেন বন্ধ করে দেয়।
হাসপাতালের চিকিৎসক পীযূষ চন্দ্র মণ্ডল বলেন, আমরা ছেলেটিকে পর্যাপ্তভাবে কাউন্সেলিং দিচ্ছি, সে যাতে ভীতু না হয়। তাদের মনে ভয় কাজ করছে। তবে চিকিৎসা চলছে। স্বাভাবিক হতে কিছু দিন সময় লাগবে।
রাজৈর থানার ওসি মো. জিয়াউল মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছেলেটি সুস্থ রয়েছে। ব্লু হোয়েল গেম সম্পর্কে সব বাবা-মাকে সতর্ক হতে হবে, যেন তাদের সন্তান এই খেলায় মগ্ন না হয়।