রাজীবের হাত হারানো সেই দুই বাসচালক গ্রেফতার

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

দুই বাসচাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের ডান হাত হারানোর ঘটনায় জড়িত বাস দুটির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন বাসের চালক মো. খোরশেদ আলম।

বুধবার তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান। বৃহস্পতিবার দুই চালককেই আদালতে পাঠানোর কথা রয়েছে।

এদিকে দুই বাসের রেষারেষিতে হাত হারানো রাজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তার চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা দেড়টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে দুর্ঘটনার শিকার হন ২২ বছরের রাজীব।

ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসের সঙ্গে ধাক্কা লাগে স্বজন পরিবহনের একটি বাসের। এতে বাসটিতে থাকা রাজীবের ডান কনুই ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধসকলে মিলে দেশটাকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসৌদিতে যৌথ সামরিক মহড়ার সমাপনীতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ