রাজীবের হাত বিচ্ছিন্ন : মামলার তদন্ত প্রতিবেদন ১০ জুন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীতে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন এবং পরবর্তী সময় তার মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১০ জুন নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন। গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে বিআরটিসির বাসের আরোহী রাজীব দুর্ঘটনার শিকার হন।

ওই সময় পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছালে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসকে ঘেঁষে অতিক্রম করে।

এতে রাজীবের ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে পান্থপথের বেসরকারি শমরিতা হাসপাতালে নেয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর হয়। ঢামেকের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফসাপোর্টে থাকাবস্থায় পরে ১৭ এপ্রিল রাজীবের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধস্কুল বাসের ঘোষণা থাকবে আগামী বাজেটে: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধবৃহস্পতিবার কোটা বাতিলে প্রজ্ঞাপন না হলে রোববার থেকে আন্দোলন