রাজিবপুর সীমান্তে এক বুনো হাতির মৃত্যু

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুর সীমান্তে এক বুনো হাতির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে বালিয়ামারী বিজিবি কমান্ডার হাবিলদার গোলাপ হোসেন জানান, আন্তর্জাতিক পিলার ১০৭২এর ২৭ এস পিলারের দক্ষিণ পার্শ্বে ভারতের নো-ম্যানস ল্যান্ডের ভেতরে হাতির মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়।

রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আলম বাদল জানান, বন্যার পর থেকে রৌমারী, রাজিবপুর এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভারত থেকে প্রায় সময় ভারতের বুনো হাতির দল বাংলাদেশে প্রবেশ করছে। তিনটি উপজেলার অর্ধশতাধিক কৃষকের আবাদকৃত কয়েক লক্ষ টাকার জমির ফসল নষ্ট করেছে হাতির দল। এছাড়াও ১০-১৫টি ঘরবাড়ি ভাংচুর করেছে। স্থানীয়ভাবে হাতির আক্রমণ থেকে বাঁচার জন্য সাধারণ মানুষকে মশাল জ্বালিয়ে-ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়নোর পরামর্শ দেয়া হচ্ছে।

হাতি মারা যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, হয়তোবা অসুস্থতার কারণে সোমবার রাতে যেকোনো সময় হাতিটি মারা যেতে পারে। নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছেনা। কারণ ভারতের অভ্যন্তরে হওয়ায় কেউ যেতে পারছেনা।

গেল দু’মাসে ১০বারের অধিক ভারতের বুনো হাতির দল বাংলাদেশে প্রবেশ করে রাজিবপুর, রৌমারী ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তের উঠতি ফসলী জমি ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি করে আসছে।

রোববার সারারাত ধরে রাজিবপুরের সীমান্ত পাঁচ গ্রাম মানুষের ঘুম হারাম করে দিয়েছে ভারতীয় বুনো হাতির দল। রোববার রাতেও বালিয়ামারী বর্ডার হাট এলাকায় ছুটাছুটি করেছে হাতির দলটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার জন্য। প্রায় ২ হাজার মানুষ সীমান্তবর্তী জিনজিরাম নদীর পশ্চিম পাড় থেকে ঢাক-ঢোল, মশাল জ্বালিয়ে হাতিগুলোকে তাড়িয়ে দেয়।

বুনো হাতি মারা যাওয়ার খবর শুনে উৎসুক হাজারো জনতা মিয়াপাড়া সীমান্তে ভীড় জমিয়েছে।

উল্লেখ্য, গত বন্যায় পানিতে ভেসে আসা একটি হাতি প্রায় একমাস রৌমারী, রাজিবপুর, চিলমারী, দেওয়ানগঞ্জে অবস্থান করে। খাবার আর পুষ্টির অভাবে হাতিটি মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধভাড়ায় জেল খাটায় ৪ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধচৌগাছায় তিন বন্ধু নিখোঁজ