রাজশাহী থেকে সব সড়কপথে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

রাজশাহী থেকে সব সড়কপথে বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো ঘোষণা না দিয়ে বাস চলাচল বন্ধ করায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

তবে নিরাপত্তার কারণে বাস না চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান।

তিনি অভিযোগ করেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সারা দেশে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে উচ্ছৃঙ্খল একটি গোষ্ঠী ঢুকে পড়েছে। তারা বাসে ভাঙচুর চালাচ্ছে।

তাই নিরাপত্তার কারণে বাস না চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে রাতে বাস চলবে বলে জানান মনজুর রহমান।

এদিকে বাস না চলার এমন সিদ্ধান্তের কথা না জানায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বাস না পেয়ে গন্তব্যে যেতে পারছেন না কেউ।

উল্লেখ্য, গত রোববার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মীম নিহত হন। বাসচাপায় আহত হন আরও ১৩ জন।

এ ঘটনা কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধসিপিএলে খেলার অনুমতি পেলেন আফ্রিদিরা
পরবর্তী নিবন্ধওজিল নিয়ে নীরবতা ভাঙলেন জার্মান অধিনায়ক