রাজশাহীর বাগমারায় বজ্রপাতে ৩ জেলে নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ: রাজশাহীর বাগমারা উপজেলায় বজ্রপাতে আহত হয়ে বিলের পানিতে পড়ে তিন জেলে নিহত হয়েছেন। একই ঘটনায় আরো ৯ জন জেলে আহত হয়েছেন। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বিলসুতি বিলে এ ঘটনা ঘটেছে। দুপুর দেড়টার দিকে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করেন।

নিহতরা হলেন- বড়বিহানালী গ্রামের বশির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫০), আবদুল খালেকের ছেলে খুরশেদ আলম (৩৮) ও সেকেন্দার আলীর ছেলে জালাল উদ্দিন (৪০)।

বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী সরদার জানিয়েছেন, বাগমারার বড়কয়া এলাকায় বিলসুতি বিলে দুটি নৌকায় করে জেলেরা মাছ ধরছিলেন। একটি নৌকায় ছিলেন ৮ জন এবং অপরটিতে ৪ জন। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ৪ জন থাকা নৌকার সবাই পানিতে পড়ে যান। এ ছাড়া অপর নৌকার ৯ জন আহত হন। পানিতে পড়ে যাওয়া ৪ জেলের মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও ৩ জন ডুবে যান। সেখানেই তাদের মৃত্যু হয়। এলাকার ৪০০ থেকে ৫০০ মানুষ বিলের পানিতে সন্ধান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করেন।

ইয়াসিন আলী আরো জানিয়েছেন, আহত ৯ জেলের মধ্যে কেউ কেউ বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে পড়েছিলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তারা এখন ভালো আছেন।

বাগমারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানিয়েছেন, তিন জেলেই মারা গেছেন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৭
পরবর্তী নিবন্ধআবার উপস্থাপনায় নুসরাত ফারিয়া, সঙ্গে মৌসুমী