সম্প্রতি আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে রাজশাহীর দূর্গাপুর উপজেলার হাট কানপাড়া বাজারে রূপালী ব্যাংক লিমিটেড হাট কানপাড়া উপশাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান এবং ভার্চুয়্যালি সংযুক্ত হয়ে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়্যালি সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান এবং মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলামসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।