রাজশাহীতে ২০ বস্তা জিহাদি বইসহ ২ শিবির নেতা গ্রেফতার

রাজশাহীতে ২০ বস্তা জিহাদি বইসহ ২ শিবির নেতা গ্রেফতার

২০ বস্তা জিহাদি বইসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল শাখার সভাপতি সাকিব হাসানসহ দুই শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে রাজশাহী নগরীর সাধুর মোড় ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন ডাঁশমারী এলাকার দুটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে ২০ বস্তার বেশি জেহাদি বই ও সরকারবিরোধী বিভিন্ন ধরনের নথিপত্র এবং লিফলেট জব্দ করা হয়।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও আরএমপির সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম যুগান্তরকে জানান, রাতে নগরীর সাধুর মোড় এলাকার অর্কিড নামে একটি ছাত্রাবাস থেকে শিবির নেতা ইসলাম সিরাজীকে তিনটি ককটেলসহ গ্রেফতার করা হয়।

সিরাজী রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সিরাজী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে রাতেই নগরীর বিশ্ববিদ্যালয়সংলগ্ন ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে ২০ বস্তা জিহাদি বইসহ হল শাখা শিবিরের সভাপতি সাকিব হাসানকে গ্রেফতার করা হয়।

মতিহার থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, গ্রেফতার সাকিবকে জিজ্ঞাসাবাদ করে একই এলাকার শিবিরকর্মী আবদুর রশিদ রান্টুর বাড়িতে অভিযান চালিয়ে ২০ বস্তা জেহাদি বই উদ্ধার করা হয়।

এ দুটি ঘটনায় বোয়ালিয়া ও মতিহার থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মুন্নি বরখাস্ত
পরবর্তী নিবন্ধমাহমুদাকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়