রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার রাত ৮টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর গুড়িপাড়া এলাকার মৃত মিন্টু শেখের ছেলে রকি (২৮), বাহাদুরের ছেলে সাগর (২৮) ও সম্রাটের ছেলে মাফিকুল (১৭)।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ বলেন, ট্রাকটি রাজশাহী শহরের দিকে ঢুকছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসছিল মোটরসাইকেলটি।

মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। কোর্ট স্টেশন মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। পরে তিনটি লাশই ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে রাখা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে। ট্রাক থেকে এক ব্যক্তিকেও আটক করে পুলিশে দেয়া হয়। তবে তিনি চালক নাকি হেলপার তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন কোকোর স্ত্রী
পরবর্তী নিবন্ধশেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত