রাজশাহীতে চুরি হওয়া নবজাতক উদ্ধার

13রাজশাহীতে হেলথ কেয়ার থেকে চুরি হওয়া এক নবজাতককে উদ্ধার করেছে শাহমখদুম থানা পুলিশ। এ ঘটনার ৮ দিন পরে আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর টিকাপাড়া এলাকার ‘সপ্তষি’ নামের বাড়ি থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আক্তারুজ্জামনের স্ত্রী শাহীন আক্তার শুভ্রা নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করে শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, আজ দুপুর ১টার দিকে নগরীর টিকাপাড়া বাসার রোডের ওই বাড়িটি অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ সময় শুভ্রা নামে এক নারীকেও গ্রেপ্তার করা হয়। শিশুটিকে উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ওই নবজাতকের নানা মুক্তার হোসেন সাংবাদিকদের জানান, আমি বাচ্চা চিনতে পেরেছি। ওর মাকে হাসপাতাল থেকে আনতে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেল ৩টার দিকে মহানগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত মাতৃসদন আরবান প্রাইমারি হেলথ কেয়ারে একটি ছেলে সন্তান জন্ম দেন জেলার পবা উপজেলার চরশ্যামপুর এলাকার দিনমজুর নাসির উদ্দিনের স্ত্রী মুক্তি খাতুন। এরপর ওইদিন রাত সাড়ে নয়টার দিকে একজন নারী প্রতারক নবজাতকটিকে কৌশলে চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় সহযোগিতা করার অপরাধে তোহুরা খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসার্চ কমিটি নিরপেক্ষ : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধপাকিস্তানে প্রদর্শনের অনুমতি পেল হৃত্বিকের ‘কাবিল’