রাজশাহীতে ওষুধ কোম্পানির খাবার খেয়ে দুই শ্রমিকের মুত্যু

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
রাজশাহী নগরীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত টিম ফার্মা নামের একটি ওষুধ কোম্পানির দেওয়া তরল খাবার খেয়ে সেখানে কর্মরত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতোলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

মৃত দুই শ্রমিক হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৌব্বিশনগর ডাইংপাড়া গ্রামের তফিজুলের ছেলে বকুল (৩৬) ও একই গ্রামের ইউসুফের ছেলে তৌহিদ (২৩)।

এ ছাড়া একই খাবার খেয়ে আরো আট শ্রমিক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরা হলেন গোদাগাড়ী উপজেলার জামিল উদ্দিন, পারভেজ হোসেন, খানজাহান, মিনরারুল, টুলু, মোশাররফ হোসেন, দুলাল হোসেন এবং ওয়েন।

অসুস্থতরা জানান, রাজশাহীর সপুরা বিসিক শিল্প এলাকার টিম ফার্মা নামের একটি ওষুধ কারাখানায় গত মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে তরল খাবার দেওয়া হয়। এরপর ওই কারখানায় কর্মরত ১০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবে বাড়িতে গিয়ে তাদের অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত গতরাতে অসুস্থ ওই শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আজ বৃহস্পতিবার ভোরে দুজন মারা যান। এখনো আটজন চিকিৎসাধীন।

গোদাগাড়ী থানার ওসি হিফজুর আলম মুন্সি বলেন, ‘ওই ঘটনায় আরো কয়েকজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ‘

 

পূর্ববর্তী নিবন্ধদুদক কর্মকর্তাকে ঘুষ দিতে এসে দু’জন গ্রেফতার
পরবর্তী নিবন্ধএনবিসি নিউজের ওপর খেপেছেন ট্রাম্প