রাজনৈতিক প্রভাবে নদী দখলকারী পার পাবে না: প্রতিমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজনৈতিক প্রভাব বিস্তার করে নদী দখলকারী পার পাবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় পুনরুদ্ধারকৃত তুরাগ চ্যানেল উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় এবং প্রভাব বিস্তার করে নদী দখল করা যাবে না তা আমরা অভিযানের মাধ্যমে প্রমাণ করতে পেরেছি। অবৈধ নদী দখল, ভূমি দখলসহ সব ধরনের দুর্নীতি এবং অপকর্মের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স গ্রহণ করেছে।

তিনি বলেন, ইতিমধ্যে আমরা যে আবাসন উচ্ছেদ করে দিয়ে নদীর ধারা তৈরি করেছি এবং এর বাইরে যে সব আবাসন এখন পর্যন্ত আছে পরবর্তীকালে সেগুলো আমরা নদীর সঙ্গে যুক্ত করে দেব। এটা আমাদের প্রত্যাশা, আমরা এটা করব।

তিনি আরও বলেন, শুধু ঢাকার চারপাশের চারটি নদী নয়, আমরা সমগ্র বাংলাদেশের নদীর নাব্যতা, দখল এবং দূষণ নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রীর যে বদ্বীপ পরিকল্পনা আছে সেই বদ্বীপ পরিকল্পনার অন্যতম একটি অংশ হচ্ছে দেশের নদীগুলো উদ্ধার করা।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে দুদকের অর্থায়নে বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন
পরবর্তী নিবন্ধচবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সিসি ক্যামেরা স্থাপন