রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইলো সার্চ কমিটি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
1নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করা ৩১ রাজনৈতিক দলের কাছে নাম চেয়েছে সার্চ কমিটি। আজ কমিটির প্রথম বৈঠকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে পাঁচটি করে নাম আগামী ৩১ জানুয়ারির মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে। পরবর্তীতে এই নামগুলো থেকে যাচাই-বাছাই শেষে ১০ জনের নাম পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। তাদের মধ্যে থেকে গঠন করা হবে নতুন নির্বাচন কমিশন।

এছাড়া আগামী সোমবার সার্চ কমিটি রাষ্ট্রের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত গ্রহণ করবে। বিশিষ্ট নাগরিকরা হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনসহ মোট ১২ জন।

বৈঠকে সার্চ কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব।

পূর্ববর্তী নিবন্ধএক অন্তঃসত্ত্বার বেঁচে যাওয়ার গল্প
পরবর্তী নিবন্ধমেক্সিকোর দেয়াল জীবন ধ্বংস করবে : ট্রাম্পকে বার্লিনের মেয়র