নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের রাজধানীর ১২টি কেন্দ্রে টিকা দেওয়ার কথা থাকলেও পর্যাপ্ত সুবিধা না থাকায় ৮টি কেন্দ্রে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের উদ্বোধন হবে। আর বাকি কেন্দ্রগুলোতে পরের দিন মঙ্গলবার (২ নভেম্বর) থেকে টিকা দেওয়া শুরু হবে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুরুতে রাজধানীর ১২টি কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার কথা থাকলেও এটি কমিয়ে এখন ৮টি স্কুল করা হয়েছে। পর্যাপ্ত সুবিধা না থাকায় বাকিগুলোতে অনুমোদন পাওয়া যায়নি।
মাইদুল ইসলাম বলেন, কাল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হবে। বাকিগুলোতে পরের দিন থেকে টিকা দেওয়া শুরু করার কথা রয়েছে।
রাজধানীর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিকা দেওয়া হবে সেগুলো হলো- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কমার্স কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল এবং স্কলাস্টিকা স্কুল।