রাজধানীর সবুজবাগে ট্রাক থেকে নামিয়ে চালককে গুলি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সবুজবাগে দুর্বৃত্তদের গুলিতে মো. আলম (৪৮) নামে এক ট্রাকচালক আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১০ মার্চ) ভোরে আমুলিয়া রোডের বাইকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলম পরিবার নিয়ে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকেন।

হাসপাতালে ট্রাকচালক আলম বলেন, মালিবাগ থেকে প্রতিদিনের মতো ট্রাকে মাটি ভরাট করে বাইকদিয়া এলাকায় পৌঁছালে ৮-১০ জন দুর্বৃত্ত ইট-পাটকেল ছুড়ে ট্রাকের গ্লাস ভাঙচুর করেন। এরপর তারা আমাকে মারধর করে ট্রাক থেকে নামিয়ে আমার ডান পায়ের হাঁটুর নিচে গুলি করেন। ঘটনার সময় আমার সঙ্গে ট্রাকের মালিক গোলাম ফারুক ছিলেন। তিনি অলৌকিকভাবে বেঁচে যান। তাকেও লক্ষ্য করে গুলি করা হয়েছিল বলে অভিযোগ করেন আলম। ট্রাকে মালিবাগ থেকে মাটি ভরাট করে বাইকদিয়া এলাকায় ফেলার কাজ তারা বেশ কয়েকদিন ধরে করে আসছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ আলম হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা শঙ্কামুক্ত।

পূর্ববর্তী নিবন্ধরমজানের শেষ ১৫ দিন মেট্রোরেল চলাচলের সময় বাড়বে
পরবর্তী নিবন্ধরোজায় কম দামে মিলবে দুধ-ডিম-মাংস, কার্যক্রম উদ্বোধন